স্পোর্টস রিপোর্ট: আর্জেন্টিনার পর দ্বিতীয় দল হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। এদিকে, প্রথম ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করলেও একই গ্রুপ থেকে নকআউটে ওঠার আশা জিইয়ে রেখেছে ইকুয়েডরও। আজ বৃহস্পতিবার (২৭ জুন) গ্রুপ ‘বি’ এর ম্যাচে মেক্সিকোকে ১-০ গোলে হারায় ভেনেজুয়েলা। অপরদিকে, জ্যামাইকাকে ৩-১ গোলে হারিয়েছে ইকুয়েডর। এ হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে জ্যামাইকা। ভোরে সোফি স্টেডিয়ামে সলোমন রন্ডনের একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে ভেনেজুয়েলা। ম্যাচের ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রন্ডন। এদিকে, আলেজায়ান্ট স্টেডিয়ামে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ইকুয়েডর। কাসে পালমারের আত্মঘাতী গোলের পর কেন্দ্রি পায়েজ প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান। ৫৪তম মিনিটে জ্যামাইকার হয়ে একটি গোল শোধ করেন মিখাইল আন্টনিও। তবে দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে গোল করলে আলান মিন্ডা গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইকুয়েডর। গ্রুপের প্রত্যেক দলের দুটি করে ম্যাচ শেষের পর ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভেনেজুয়েলা। সমান ৩ করে পয়েন্ট ইকুয়েডর ও মেক্সিকোর। তবে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে ইকুয়েডর, তিনে মেক্সিকো। আর সবার শেষে ০ পয়েন্ট নিয়ে আছে জ্যামাইকা।
Discussion about this post