ডেস্ক রিপোর্ট:মাইক্রোব্লগিং সেবা টুইটার ছাড়ছেন প্রতিষ্ঠানটির সাইবার নিরাপত্তা বিষয়ের দুই শীর্ষ কর্মকর্তা। নিরাপত্তা প্রধান এরই মধ্যে টুইটার ছেড়েছেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তাও বিদায় নিচ্ছেন বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। গেল বছরের নবেম্বর মাসে টুইটারের প্রধান নির্বাহীর পদ ছাড়েন সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। প্রধান নির্বাহীর স্থলাভিষিক্ত হন ডরসি’র ‘ডান হাত’ হিসেবে পরিচিত পারাগ আগ্রাওয়াল। ক্ষমতা হাতে পেয়েই প্রাতিষ্ঠানিক নেতৃত্ব কাঠামো ঢেলে সাজানো শুরু করেছেন আগ্রাওয়াল। তবে, দুই কর্মকর্তা স্বেচ্ছায় প্রতিষ্ঠান ছাড়ছেন কি না, সে বিষয়টি খোলাসা করে জানায়নি টুইটার। টুইটারের সাইবার নিরাপত্তা বিভাগের নেতৃত্বে ছিলেন ‘মাজ’ হিসেবে পরিচিত পাওয়া হ্যাকার পিয়েতার জাটকো। ২০২০ সালের সাইবার আক্রমণের পর টুইটারের নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। ওই সাইবার আক্রমণের ঘটনায় বেশ বিপাকে পড়েছিল টুইটার, মাইক্রোসফট প্রধান বিল গেটস এবং টেসলা প্রধান ইলন মাস্কের মতো জনপ্রিয় ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে টু্ইট করা শুরু করেছিল হ্যাকাররা। শুক্রবার টুইটার কর্মকর্তাদের প্রস্থানের খবর প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা রিঙ্কি শেঠি-ও আগামী কয়েক সপ্তাহের মধ্যে টুইটার ছাড়ছেন– এই খবরও প্রথম জানিয়েছে ওই সংবাদপত্রটি। তবে উভয়ের কারো সঙ্গেই যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
Discussion about this post