মোস্তাফিজুর রহমান সুজন(পটুয়াখালী) প্রতিনিধি: আগামীর পটুয়াখালী শহর হবে সবুজ শ্যামল এই শ্লোগানের লক্ষে শনিবার (২২ জুন) পায়রা জনকল্যান সোসাইটি (পিজেকেএস) এর উদ্যোগে পটুয়াখালী স্কাউট ভবন মিলনায়তনে জেলা ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে পটুয়াখালী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জাকিয়া সুলতানা বেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান-সাধারণ সম্পাদক,পটুয়াখালী জেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ মেয়র পটুয়াখালী পৌরসভা,মোঃ রেজাউল করিম সোয়েব উপজেলা চেয়ারম্যান পটুয়াখালী সদর, মোঃ নাজমুল হুদা তালুকদার সভাপতি পায়রা জনকল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটি ও মোঃ আঃ হালিম হাওলাদার সাধারণ সম্পাদক পায়রা জনকল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে বক্তারা বলেন আমাদের জীবনকে বাঁচাতে ও সাজাতে গাছের বিকল্প নেই। বাংলাদেশের জনসংখ্যা ও আয়াতন অনুযায়ী পর্যাপ্ত পরিমান গাছ নেই তাই আমাদের প্রত্যেক কে কমপক্ষে ৫ টি করে গাছ লাগাতে হবে এবং তাকে পরিচর্যা করে বড় করতে হবে। উল্লেখ্য যে, একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। আমাদের দেশে মোট ভূমির মাত্র ১৬ ভাগ বনভূমি রয়েছে যা দেশের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তবে এটি সরকারি হিসেবে, প্রকৃত- প্রস্তাবে বনভূমির পরিমাণ মাত্র ৯%। আর World Research Institute এর মতে ৫%। দেশের উত্তর ও উত্তর- পূর্বাঞ্চলের বনভূমির পরিমাণ মাত্র ৩.৫%। তা ইতোমধ্যেই বাংলাদেশ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশের সময়মত বৃষ্টিপাত হচ্ছে না। অসময়ে প্রচুর বৃষ্টিপাত, বন্যা, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
Discussion about this post