আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ভারতের তামিল নাড়ুতে মিথানল মেশানো মদ খেয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে ও অনেকে অসুস্থ হয়ে পড়েছে। রাজ্যের কাল্লাকুর্চি জেলায় এ পর্যন্ত ২০০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে এখনও ১০০ জন চিকিৎসাধীন রয়েছে। বিষাক্ত মদ খেয়ে এখন পর্যন্ত ৪৮ জন পুরুষ ও ছয়জন নারী মারা গেছেন। খবর আল জাজিরার। বাকিরা বমি, পেট ব্যাথা ও ডায়রিয়ায় ভুগছেন। উন্নতমানের মদ কিনতে না পেরে ভারতের অনেকেই বিষাক্ত দেশি মদ কিনে থাকে, যেগুলোতে ব্যবসায়ীরা মেয়াদ বাড়ানোর জন্য মিথানল মিশিয়ে থাকে। মিথানলের বিষক্রিয়ায় অন্ধত্ব, লিভারের সমস্যা ও মৃত্যু হয়ে থাকে। জেলা প্রশাসনের কর্মকর্তা এমএস প্রশান্ত জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২০০ লিটার বিষাক্ত মদ উদ্ধার করা হয়েছে। তামিল নাড়ু সরকার জানায়, বিষাক্ত মদের বিস্তার রোধে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার (২০ জুন) ১০ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তামিল নাড়ুর মূখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানান, নিহত ও অসুস্থদের পরিবারকে আর্থিক সাহায্য দেয়া হবে। এর আগে ২০২২ সালে ভারতের বিহার ও গুজরাট রাজ্যে বিষাক্ত মদ খেয়ে যথাক্রমে ৩০ ও ২৮ জনের মৃত্যু হয়েছিল।
Discussion about this post