সুনামগঞ্জ প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের পৌর শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। সেই সাথে তাহিরপুর, বিশ্বম্ভরপুর দোয়ারাবাজার, ছাতক, ধর্মপাশাসহ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে, সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা গতকালও ২০ সেন্টিমিটার ছিলো বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর আগে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল জানান, জলাবদ্ধতা দূরীকরণের জন্য প্রথমে ক্লিনিং করতে হবে। কামারখাল ড্রেন সুনামগঞ্জ শহরের মূল ড্রেন, এটা সচল রাখতে হবে। শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, সে সব এলাকার জলাবদ্ধতা দূর করার ব্যবস্থা নেয়া হয়েছে।
Discussion about this post