বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বাজিমাত করেছেন। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে হুগলি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন তিনি। প্রথমবারেই রাজনীতির মাঠে নেমে জয় পেয়েছেন রচনা। রচনা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বিজেপির পক্ষ থেকে হুগলি আসনে প্রার্থী করা হয়েছিল লকেট চট্টোপাধ্যায়কে। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন রচনা বন্দ্যোপাধ্যায়ই। লকেটকে রচনা ৬৪ হাজার ৯৭২ ভোটে পরাজিত করেন। মঙ্গলবার (৪ জুন) ভোট গণনার সময় প্রথমে অনেকটা পিছিয়ে পড়লেও পরে সেই গ্যাপ যে কেবল রচনা মেকআপ করেন সেটাই নয়, একই সঙ্গে তিনি বিপুল ভোটে এগিয়ে যান। এদিন সকালে গণনা কেন্দ্রে ঢোকার আগে রচনা জানিয়েছিলেন তিনি জয় নিয়ে আত্মবিশ্বাসী। একই সঙ্গে লকেট চট্টোপাধ্যায়কে তিনি শুভেচ্ছা জানাতেও ভোলেন নি।
Discussion about this post