ঢাকা : বাংলাদেশ মেডিকেল ও বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল ছাড়া চিকিৎসকদের ভুল ধরার অধিকার কারও নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বুধবার (৫ জুন) সকালে ঢাকা মেডিকেলে কলেজের ব্যাচ কে-৮১ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে কেউ চিকিৎসকদের ভুল বলার অধিকার রাখে না। এসময় ভুল চিকিৎসা বলে ডাক্তারদের গায়ে হাত দেয়া যাবে না বলে কড়া নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসা সেবা আরও আধুনিক উন্নতমানে চেষ্টা করা হচ্ছে জনিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা শতভাগ দুর্নীতি মুক্ত, এখানে অনিয়ম করার সুযোগ নেই। তিনি বলেন, যারা এখানে পড়ার সুযোগ পেয়েছে এরা সবাই মেধা যোগ্যতায়। এখানেই শেষ নয়। শুরু থেকে সবকিছু মাথায় রেখে নিজেদের গড়ে তুলার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
Discussion about this post