মোস্তাফিজুর রহমান সুজন(পটুয়াখালী) প্রতিনিধি: টানা ১৮ ঘন্টা তান্ডব চালিয়ে পটুয়াখালী জেলার উপকুল অতিক্রম করেছে ঘুর্নিঝড় রেমাল। ১১৪.৭ কিলোমিটার বেগে তান্ডব চালিয়ে লন্ডভন্ড করে দিয়েছে জেলা শহরসহ উপকুলীয় অঞ্চল। যদিও ঘূর্নিঝড়ের অগ্রভাগ ছিল রোববার(২৬-মে)সকাল ১০ টা থেকে শুরু হলেও রাত ৯টা থেকে প্রকট আকার ধারন করে রেমাল। সোমবার বিকাল ৩টার দিকে ঘূর্নিঝড় রেমাল পটুয়াখালী অতিক্রম করলেও জেলা শহরসহ উপকুল জুড়ে থেমে থেমে বৃষ্টিপাত দমকা বাতাস অব্যাহত ছিল। গত ২৪ ঘন্টা পটুয়াখালী আবহাওয়া অফিস ২শ.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এদিকে রেমালের তান্ডবে জেলায় তিন জনের মৃুত্যর খবর পাওয়া গেছে। মৃতের মধ্য বাউফল পৌর শহরে নিজ বসত ঘরে চাপা পরে আব্দুল করিম(৬৫),দুমকী উপজেলার নলদোয়ানি গ্রামে জয়নাল হালাদার(৭০) এবং কলাপাড়া উপজেলার ধুলাশ^র ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের শরীফুল ইসলাম(২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে ঘূর্নিঝড় রেমাল পটুয়াখালী অতিক্রম করলেও হু-হু করে বাড়ছে জোয়ারে পানি। অতিরিক্ত জোয়ার পানি উঠে পটুয়াখালী জেলা শহরের ৮০ শতাংশ এলাকা প্লাবিত রয়েছে। রাতের জোয়ারে পানির মাত্রা আরও বৃদ্ধি পাওয়া সম্ভবনা রয়েছে। অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয়েছে জেলা শহরের অন্তত ৫০ শতাংশ ব্যবস্যা প্রতিষ্ঠান ও বসত ঘর। একই অবস্থা বিরাজ করছে জেলা-উপজেলার নিম্না অঞ্চল গুলো। অতিরিক্ত জোয়ারের পানি উঠে অবরুদ্ধ রয়েছে উপকুলীয় অঞ্চলের হাজারো মানুষ। অপরদিকে রেমালের তান্ডবে জেলা-উপজেলা গুলো বিদ্যুত,মোবাইল এবং ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে পরে। যে কারনে রোববার রাত ২টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের পটুয়াখালীর যোগাযোগ প্রায় বন্ধ ছিল। সোমবার সন্ধ্যার পরপর বিদ্যুৎ সেবা চালু হলেও ধীর গতিতে চলছে মোবাইল এবং ইন্টারনেট সেবা। এছাড়াও ঝড়ের তান্ডবে বিভিন্ন সড়কে গাছ উপড়ে পরে দূর্ভোগের শিকার হচ্ছে যান চলাচল। পটুয়াখালী ত্রান ও পূর্ন বাসন শাখার কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ জানান-তাদের প্রাথমিক তথ্যে রেমালের তান্ডবে জেলায়-৯১০৫ পুকুর,৭৬৫ মাছে ঘের এবং ১২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে গেছে। এছাড়াও ১৩ কোটি ৩৩ লাখ টাকা কাচা-পাকা বসত ঘরের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে জেলায় ক্ষয়-ক্ষতির পরিমান ২৮ কোটি ৬৯ লাখ টাকা বলে জানান জেলা ত্রান কর্মকর্তা। এছাড়াও পটুয়াখালীতে ৩ কিলোমিটার এবং কলাপাড়া উপজেলায় ৪ কিলোমিটার বেরীবাঁধ বিধ্বস্ত হয়েছে বলে জানান পাউবো।
Discussion about this post