কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: ঘূর্ণিঝড়ের প্রভাবে অস্বাভাবিক জোয়ার সৃষ্ট জলোচ্ছ্বাসের তাণ্ডবে ভেসে গিয়ে রবিবার দুপুরে কাউয়ার চর এলাকার জেলে মো. শহিদ (২৭) মারা গেছে। তার বাবার নাম আব্দুর রহিম। বাড়িতে অবস্থান কালে তীব্র জলোচ্ছ্বাস তার বাড়িতে হামলে পড়ে। এক সহযোগীকেসহ শহীদ সাঁতরে গিয়ে ভেসে যায়। প্রায় দুই ঘন্টা পরে তার মৃতদেহ কাউয়ার চর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হাফেজ আবদুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
Discussion about this post