চৌধুরী নীহারেন্দু হোম নীহার সজল: বিগত দিনে দেশে সংস্কারে’র নামে যা হয়েছে, তাও জনগণে’র কাছে স্পষ্ট নয়। কারন অর্থনৈতিক সংস্কার ছাড়া রাজনৈতিক সংস্কার সমতা অর্থহীন। অর্থনীতি সমাজে’র অবকাঠামো (ভিত)। অন্যসব: রাজনীতি, গণতন্ত্র, সরকার, শিক্ষা, সংস্কৃতি, নৈতিকতা ইত্যাদিই উপরিকাঠামো। বিজ্ঞান ও ইতিহাস বলে- যেমন হবে অবকাঠামো তেমন হবে উপরি কাঠামো। যেমন বীজ তেমন ফল। যে গোষ্টির হাতে ক্ষমতা গেলো তারা হলো লুটে’রা (লুষ্পেন)। ভোগবাদে গা ভাসিয়ে দেয়া, রাজধানী শহরে স্ট্যাটাস গড়ার কাজে নিমগ্নতায় অধস্তনত্ব মেনে নিয়ে নিজেদের আখের গোছায়। আজকে’র চলমান সমাজ ব্যবস্হায়, রাজনীতি, গণতন্ত্র, দল, সরকার, সংসদ, গণতান্ত্রিক সংস্কৃতি, নৈতিকতা ও সুশীল সমাজ বলতে সবকিছুই লুটে’রা লুষ্পেন। এই পরিস্হিতিতে রাজনীতি ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে, বিকৃত পথ থেকে সঠিক পথে আনতে হলে, অর্থনৈতিক দেশপ্রেমিক জাতীয় ধনিক শ্রেণীর বিকাশে’র দিকে নজর দিতে হবে, যতোদুর সম্ভব ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সামগ্রিক শিল্পায়নে’র অর্থনৈতিক উন্নয়নে’র জন্য। অর্থনৈতিক উন্নয়ন ছাড়া রাজনীতি ও গণতন্ত্র প্রাতিষ্টানিক রুপ লাভ করেছে, এ দুনিয়া’র ইতিহাসে এরকম দৃষ্টান্ত নেই। এখানে যতো ধরনে’র সংস্কারে’র কথা বলা হোক না কেন, তা হবে অবান্তর, প্রলাপ, লোক ভূলানো, এক কলসি’র পানি অন্য কলসিতে ঢালা। এছাড়া অন্য কিছু নাই।
Discussion about this post