স্পোর্টস রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস। ৩৭ বছর বয়সেই গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলরক্ষক। গুঞ্জন শোনা গিয়েছিল তিনি কোপা আমেরিকায় খেলবেন। কিন্তু তার আগেই অবসরের ঘোষণা দিলেন। নাভাসের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ২০০৮ সালে। সেই থেকে এখন পর্যন্ত তিনি দেশের জার্সি গায়ে ১১৪টি ম্যাচ খেলেন। তিনটি বিশ্বকাপও খেলেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ২০১৪ বিশ্বকাপ। যেখানে তার অসাধারণ বীরত্বে কোস্টারিকা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল। সবশেষ তিনি চলতি বছরের মার্চে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিলেন দেশের জার্সি গায়ে। অবসরের ঘোষণা দিয়ে নাভাস লিখেছেন, ‘আমার জীবনের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে। আমি হৃদয় ভর্তি কৃতজ্ঞতা নিয়ে এবং হৃদয়ে কোস্টারিকার নাম ধারণ করে বিদায় জানাচ্ছি। বিদায় বলার অনুভূতিটা অম্ল-মধুর। একটা পর্যায়ে এসে অবসর নিতেই হয়। কিন্তু সেটা মেনে নেয়া কঠিন। তবে এটা বিদায় নয়, এটা সাময়িক সময়ের বিদায়। কারণ, আবার দেখা হবে একে-অপরের সঙ্গে চলার পথে। ধন্যবাদ কোস্টারিকা, দেখা হবে, পুরা ভিদা (বিদায়, জীবন সুন্দর)। ’
Discussion about this post