ঢাকা: আগামী রোববার (২৬ মে) দেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’। আবহাওয়া অফিস জানিয়েছে, রেমাল লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। সন্ধ্যার পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আগামী ২৬ মে ঘূর্ণিঝড়ের রূপে বাংলাদেশের সুন্দরবন ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। আজ শুক্রবার (২৪ মে) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, রেমাল সাইক্লোনে পরিণত হলে সুন্দরবন, খুলনা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কলকাতা অতিক্রম করতে পারে। বর্তমানে চট্টগ্রাম থেকে ৮৭০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। এটি আঘাত হানলে সিলেট উত্তরাঞ্চল ছাড়া সারাদেশে বৃষ্টি হবে। এছাড়া রেমালকে সামনে রেখে জেলেদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। ১ নম্বর বিপদসংকেত দেওয়া ছাড়াও তাদের সমুদ্র থেকে নিরাপদে চলে আসার আহবান জানানো হয়েছে। ঘূর্ণিঝড় ‘রেমাল’ একটি আরবি শব্দ। যার বাংলা অর্থ বালু। নামটি দিয়েছে ওমান। বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেগুলোর নাম আগে থেকেই ঠিক করা থাকে।
Discussion about this post