ঢাকা: সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এর আগে র্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এসময় নেতা-কর্মীদের নিজেদের শক্তি বাড়ানোর পরামর্শ দেন মির্জা ফখরুল। আজ মঙ্গলবার (২১ মে) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আমেরিকার আগের কোনো নিষেধাজ্ঞায় সরকারের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়নি। দাবি আদায়ে নিজেদের রাজপথে নামতে হবে। বিএনপি মহাসচিব বলেন, সরকার সেনা, প্রশাসন ও বিচার বিভাগসহ সবকিছু নিয়ন্ত্রণ করে দেশে ভয়ের পরিবেশ তৈরি করেছে। অথচ সরকার তাদের দুর্নীতির কথা অস্বীকার করছে। এসময় কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, রাস্তায় নামার কোনো বিকল্প নেই। প্রকাশ্যে সামনে এসে এখন লড়াই করতে হবে। উপজেলা নির্বাচন নিয়ে এই নেতা আরও বলেন, নির্বাচনে কোনো প্রতিযোগিতা না থাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপজেলা ভোটবর্জন করছে। সারাদেশে তন্নতন্ন করে খুঁজেও এখন আওয়ামী লীগের কর্মী পাওয়া যায় না। আওয়ামী লীগের নিজেদের লোকরাই ভোট দিতে যায় না।
Discussion about this post