আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলছে লোকসভা নির্বাচন। নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। মোট সাতদফায় অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রথম তিনটি পর্বে তুলনামূলকভাবে ভোটদানের হার কম। তবে এরই মাঝে দেশটির অন্ধ্র প্রদেশে রেকর্ড সংখ্যক ভোটার ভোটপ্রদান করেছে বলে জানিয়েছে ভারতের দ্য হিন্দু সংবাদমাধ্যম। অন্ধ্রপ্রদেশের বেশ কিছু ভোটকেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ মে) গুন্টুর জেলার উন্দাভাল্লির ৩ হাজার ৫০০টির অধিক ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বিকাল নাগাদ অর্থাৎ ভোটগ্রহণ শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ৮০ শতাংশ ভোট পড়বে বলে ধারণা করা হয়েছিলো। উল্লেখ্য, হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খবরের শিরোনামজুড়ে থাকলেও ভারতে চতুর্থ পর্বের শেষে নির্বাচনী রাজনীতি কোন দিকে মোড় নেয়, দেশটি এখন সেটিই দেখার বিষয়। এর আগের তিন দফার ভোটের মধ্যদিয়ে দেশটির ৫৪৩ আসনের মধ্যে ২৮৩ আসনে ভোটগ্রহণ সম্পন্ন করেছে কমিশন। আগামী ১ জুন ভারতে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। ভোটের ফলাফল প্রকাশের তারিখ ৪ জুন ধার্য করা হয়েছে।
Discussion about this post