স্টাফ রিপোর্টার: রাজধানীর রায়েরবাজার এলাকার একটি বাসা থেকে তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রুহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। হাজারীবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) শাওন কুমার বিশ্বাস জানান, আমরা খবর পেয়ে রায়ের বাজারের ১১৬/৩ নম্বর বাসার ফ্লাট নং ৫-এ পর্ব পাশের বেড রুম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আমরা স্বজনের কাছে জানতে পেরেছি এক মাস আগে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়।এতে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে গত দু মাস যাবৎ এলাকার ছোট ভাই মোঃ মোহতাসিমের সঙ্গে যাতায়াত করত ও শুটিংয়ের কাজে দেশের বিভিন্ন জায়গায় যেতেন বলে ওই মেসে থাকতেন তিনি। নিহতের গ্রামের বাড়ি, রংপুর সদর জেলার ইসলামপুর গ্রামের গ্রামের মোঃজোবায়দুল ইসলাম মকুল সন্তান।বর্তমানে শেরেবাংলা নগর রোড ২৩০ নম্বর বাসায় থাকতেন। ওটিটির জনপ্রিয়, রেডরাম,চলচ্চিত্রের প্রযোজনা করেছেন এ ছাড়া পুনর্জন্ম,চম্পা হাউজ,শুক্লপক্ষ,দ্য সাইলেন্স,আরারাত’র মতো জনপ্রিয় নাটক-সিরিজের নির্বাহী প্রযোজক ছিলেন তিনি।
Discussion about this post