স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও আনসার হেড কোয়ার্টার এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে বনি ইয়াসমিন (২১) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা। বৃহস্পতিবার(০৯ মে) সকাল ৬টার দিকে এই ঘটনায়টি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকল সাড়ে ১১ টার দিকে মৃত ঘোষণা করেন। খিলগাও থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ শিহাব তন্ময় জানান, আমরা খবর পেয়ে খিলগাঁও আনসার হেডকোয়াটারের ২৮৩/সি নম্বর বাসার নিচতলার একটি রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় পেচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আমরা স্বজনের কাছে থেকে জানতে পেরেছি নিহত মাগুরা থেকে তার দুলাভাই রফিকুল ইসলামের বাসায় বেড়াতে আসে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কি কারনে গলায় ফাঁস দিয়েছে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। নিহতের গ্রামের বাড়ি, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ফড়িঘড়িয়া গ্রামে মোঃ নজরুল ইসলামের মেয়ে মা হেলেনা মেগম। নিহত মাগুরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ।
Discussion about this post