আলহাজ্ব বুলবুল চৌধুরী (নওগাঁ) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নওগাঁর তিন উপজেলাতেই বর্তমান চেয়ারম্যানরা পুনরায় নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তারা পৃথকভাবে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন। পত্নীতলা (নওগাঁ) – উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফ্ফার (মোটর সাইকেল) প্রতীকে ৬২ হাজার ৭৮৮ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী (ঘোড়া প্রতীকে) পেয়েছেন ৫০ হাজার ৮৫৬ ভোট। বদলগাছি (নওগাঁ) – উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক শামসুল আলম খান (কৈ মাছ) প্রতীকে ২১ হাজার ৯২ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু (কাপ-পিরিচ) প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ২৬৭ ভোট। ধামইরহাট (নওগাঁ) – উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাহার আলী মণ্ডল (আনারস) প্রতীকে ৪৬ হাজার ৮৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ঘোড়া) প্রতীকের প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা ওসমান আলী পেয়েছেন ১২ হাজার ৭৬২ ভোট।
Discussion about this post