বিনোদন ডেস্কঃ অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা। তার কোরিওগ্রাফিতে অসংখ্যবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি ও ব্র্যান্ড প্রমোটার বারিশা হক। এবার একটি ফ্যাশন হাউজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন গৌতম সাহা। সাইনিং অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘি ও বারিশা। সোমবার (৬ মে) রাজধানীর পুলিশ প্লাজায় নগর রমনীর ফ্যাশন হাউজে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হন গৌতম সাহা। এসময় নগর রমনীর কর্ণধার আফরোজা হকসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান গৌতম সাহা। গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস, দীঘি, ফারিন, বারিশা হক, শবনম বুবলী, বিদ্যা সিনহা মিমসহ দেশের জনপ্রিয় তারকারা ফটোশুট করেছেন।
ফ্যাশন কোরিওগ্রাফির পাশাপাশি গৌতম সাহা অভিনয়ও করেন। তার অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেন বন্ধন বিশ্বাস।
Discussion about this post