বিশেষ প্রতিনিধি: রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী এলাকার একটি বাসায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মোঃ ইয়াসিন(২২)নামে এক রিকশাচালকের আত্মহত্যা। শনিবার(০৪ মে) সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে। পরের অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আব্দুস সাত্তার জানান আমমা ছেলে পেশায় অটো রিক্সা চালক, আমার ছেলে ঋণগ্রস্ত ছিল এই ঋণের বোঝা সইতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে তার রুমে গিয়ে আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পলতা পাড়া গ্রামের,বর্তমানে খিলগাঁও ত্রিমহনী এলাকায় টিন সেট বাসায় থাকতেন।আমার ছয়ছেলে সে ছিল সবার মধ্যে বড়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post