স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে ভর্তি হতে না পেরে দ্বিতীয় দিনের মতো স্কুলের গেটের সামনে অবস্থান নিয়েছেন অভিভাবকসহ শিক্ষার্থীরা। ভর্তির দাবিতে তারা স্কুলটির সামনের থানা রোড অবরোধ করে রেখেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সাভার অধরচন্দ্র স্কুলের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। পরে ওই সড়কটি অবরোধ করে তারা।শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রোকেয়া হক আশ্বাস দিয়েছিলেন লটারি হলেও প্রাথমিক শাখার সব শিক্ষার্থী মাধ্যমিক শাখায় ভর্তির সুযোগ পাবে। কিন্তু আমরা প্রায় ৬১ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছি না। আমাদের বিভিন্ন মহল থেকে আশ্বাস দেওয়া হয়েছিল। গতকাল সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষায় রাখা হয়েছিল। আন্দোলনকারীদের ভাষ্য, একই বিদ্যালয়ে ভর্তির আশায় শিক্ষার্থীরা অন্য স্কুলে ভর্তির ফরম তোলেনি। এখন ভর্তি নিয়ে অনিশ্চয়তা তাদের। তাই বাধ্য হয়ে স্কুলের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। কোমলমতি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি তাদের ভর্তির সুযোগ দিতে আবেদন জানিয়েছেন। অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গোমেজ বলেন, সরকারি প্রক্রিয়ায় স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বর্তমানে নতুন করে ভর্তির কোনো সুযোগ নেই। যারা রাস্তায় নেমেছে তারা মূলত লটারি মানতে পারছেন না।
Discussion about this post