স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের পূরবী সিনেমা হলের সামনের রাস্তায় বাসের ধাক্কায় নারীসহ এক শিশু নিহত হয়েছে। তারা হলেন, মোছাঃ খায়রুন বেগম (৩৬) ও তার ভাতিজা মোঃ ইয়াসিন (০৪) মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে এই দুর্ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পল্লবী থানার অপারেশন অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান, আমরা জানতে পারি পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহন নামের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়।পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল,অবস্থার অবনতি উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,ঘটনায় ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে ও বাসটি জব্দ করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।নিহতের গ্রামের বাড়ি, ভোলা সদর জেলা রতনপুর গ্রামে,বর্তমানে পল্লবী এলাকায় থাকতেন, নিহত পোশাক শ্রমিক ছিলেন বলে জানতে পেরেছি, আর ওই শিশু নিহতের ভাতিজা বলে জানা যায়।
Discussion about this post