নাটোর প্রতিনিধি: নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দিপু মন্ডল নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দিপু মন্ডল যশোর জেলার বড় হয়বতপুর এলাকার হায়দার আলী মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার দত্তপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকামুখী পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গম বোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাথর বোঝাই ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন ট্রাক ড্রাইভারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে মহাসড়ক থেকে সরানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Discussion about this post