ঢাকা: ঈদের ছুটি চলাকালীন রোগীদের চিকিৎসা সেবা প্রদানে কোনোরকম গাফিলতি পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন। মঙ্গলবার (৯ এপ্রিল) সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে ঈদের ছুটিতে সাধারণত সনাতন ধর্মের চিকিৎসকরা থাকেন। ঈদের ছুটিতে কোনোভাবেই যেন রোগীদের চিকিৎসা ব্যহত না হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া আছে হাসপাতালগুলোতে। আমি নিজে ঢাকা এবং ঢাকার বাইরের হাসপাতালে ঈদের ছুটিতে ভিজিটে যাবো। কারো গাফিলতি থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। ডেঙ্গু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু হলে তাৎক্ষণিকভাবে রোগীদের হাসপাতালে যেতে হবে, এখানে গাফিলতি করলে ডেঙ্গু রোগীর ভালো হতে সময় লাগে। তবে, ডেঙ্গু নিয়ে সচেতনতা সবার আগে জরুরি। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া আছে।
Discussion about this post