ঢাকা: দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১মে। সোমবার (১ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এসব জানান। সচিব জানান, মনোনয়নপত্র বাছাই আগামী ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ৩০ এপ্রিল। মোট ১৬১টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট ও ইভিএম দুই পদ্ধতিতেই ভোটগ্রহণ করা হবে। ইসি সচিব আরও জানান, মনোনয়ন পত্র জমা, টাকা জমা দেয়া সবকিছু অনলাইনে হবে। ভোট সুষ্ঠু করতে ইসি বদ্ধপরিকর। এছাড়া দ্বৈত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র হয়রানি ছাড়া প্রদান করতে কমিশন নির্দেশন দিয়েছে।
Discussion about this post