কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পটুয়াখালীর কলপাড়ায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়। পরে শুরু হয় জাতির সুর্য সন্তান, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন জানায়। মঙ্গলবার আওয়ামী দলীয় কার্যালয় সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। উপজেলা প্রশাসন উদ্যোগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। এছাড়া স্কুল, কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ডিসপ্লে প্রদর্শনি করা হয়। এসব অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব। উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌ কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ দিবসটি পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বেসরকারী ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
Discussion about this post