বিনোদন ডেস্ক: বলিউডের তারকা সালমান খান। মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবেও পরিচিত সে। ব্যক্তিগত জীবনে অনেক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছেন তিনি। যেখানে ছিলো ঐশ্বরিয়া, ক্যাটরিনা কাইফ ও জেরিন খানের নাম। তবে এই অভিনেতার সবশেষ প্রেম ছিল রোমানিয়ান মডেল ও উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে। টেকেনি সেই প্রেমও। তবে সম্প্রতি এক ইফতার পার্টিতে যোগ দিয়ে ফের আলোচনায় এই প্রাক্তন প্রেমিক যুগল। এনডিটিভির তথ্য অনুসারে, বলিউডের ইফতার পার্টির প্রসঙ্গ উঠলে, সবার আগে বাবা সিদ্দিকির নাম মাথায় আসে। প্রতিবার প্রভাবশালীর এই ইফতারের আসরে উপস্থিত হন বলিউডের তারকারা। এবারো তার ব্যতক্রম ঘটেনি। গতকাল রাতে মুম্বাইয়ে আয়োজিত এই পার্টিতে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছেন সালমান খান ও ইউলিয়া ভান্তুর। যদিও তারা আলাদা আলাদাভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং বেরিয়ে যান। ইফতার পার্টিতে সালমান খানের পরিবারের একঝাঁক সদস্য উপস্থিত হয়েছিলেন। এ তালিকায় রয়েছেন- অর্পিতা খান শর্মা ও আয়ুশ শর্মা, সালমানের বড় বোন আলভিরা, ভগ্নিপতি অতুল, সোহেল খানের বড় ছেলে নির্বাণ। এছাড়াও ছিলেন বলিউড অভিনেত্রী জেরিন খান। যার সঙ্গেও সালমানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। বলিউডের অন্য তারকাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন প্রীতি জিনতা, শিল্পা শেঠি, হুমা কোরেশি, ইমরান হাশমিসহ আরও অনেকে।
Discussion about this post