স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীর পশ্চিম ধোলাইপার এলাকায় একটি বাসায় গলায় ফাঁস দিয়ে এস এম জাকারিয়া জামি (২৪) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা । বুধবার(২০ মার্চ) মধ্যরাতের দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটায় মৃত ঘোষণা করে। নিহতে বাবা মোঃ দেলোয়ার হোসেন জানান, আমার ছেলে আহসানুল্লাহ ইউনিভার্সিটির বিবিএর তৃতীয় বর্ষের শিক্ষার্থী,পারিবারিক বিষয় নিয়ে আমাদের উপর অভিমান করে নিজ রুমে গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়,পড়ে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার রায়নগর গ্রামে। বর্তমানে,পশ্চিম ধোলাইপাড় ১৮/৩ নম্বর বাসায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post