বিশেষ প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকার একটি বাসায় বাবার উপর অভিমান করে মোঃ নয়ন (১৬) নামের এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। রবিবার (১৭ মার্চ) সকাল এগারোটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা শোয়া বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের বাবা রাজা মিয়া জানান, আমার ছেলে কুতুবখালী আদর্শ স্কুল এন্ড কলেজে নবম শ্রেণী শিক্ষার্থী, আমি যাত্রাবাড়ী মাছের আরতের ব্যবসা করি। আমি কিছুদিন আগে আমার ছেলেকে একটি মোটরবাইক কিনে দেই, আবার বায়না ধরে মোটরবাইক চেঞ্জ করে উন্নত মোটরসাইকেল কিনে দিতে আমি মোটরবাইক কিনে না দিলে অভিমান করে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়। পরে আমরা রুমে গিয়ে দেখতে পাই ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমার ছেলে রাগী যদি স্বভাবের ছিল যা চাইতো তাই দিতে হতো বলে জানান তিনি। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর জেলা ঘোড়াদাইল গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ীর কুতুবখালী খোরশেদ মাতবরের বাসায় বাসায় থাকতাম। আমার দুই ছেলে দুই মেয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post