বিশেষ প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় মো: আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তির নিহত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ)সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভাবে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে নয়টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে সুমি আক্তার জানান, আমার বাবা পেশায় একজন ভ্যান গাড়ি চালক ভ্যান নিয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী সরকারি দিগুখান প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ কভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন।গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার শ্যামলীবাগ গ্রামের মোঃ হাবিব হাওলাদারে সন্তান। বর্তমানে নারায়ণগঞ্জ এলাকায় থাকতেন। নিহত দুই মেয়ের জনক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post