ঢাকা: আলোচিত সগিরা মোর্শেদ হত্যা মামলায় আনাস মাহমুদ রেজওয়ানসহ দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালত এ রায় ঘোষণা করেন। মামলায় ডাক্তার হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা শাহীনসহ তিনজন খালাস পেয়েছেন। ১৯৮৯ সালের ২৫ জুলাই ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে সিদ্ধেশ্বরী রোডে মোটরবাইকে আসা আততায়ীর গুলিতে নিহত হন সগিরা মোর্শেদ। ওইদিনই রমনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন সগিরা মোর্শেদের স্বামী সালাম চৌধুরী। যেদিন সগিরা মোর্শেদকে হত্যা করা হয় সেসময় প্রথমে মনে করা হয়েছিল রিকশায় করে যাবার পথে সেই মহিলার অলংকার ছিনতাইয়ের চেষ্টার সময় বাধা পেয়ে তাকে গুলি করে দু’জন লোক। অভিযোগে পুলিশ জানায়, কিন্তু আসলে এটা ছিনতাই ছিল না। ছিল এক পরিকল্পিত হত্যাকান্ড, যার পেছনে ছিল পারিবারিক দ্বন্দ্ব। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এক দীর্ঘ তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।
Discussion about this post