ঢাকা: ২৬ মার্চ অনুষ্ঠানের আগে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নেয়া লাগবে বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (১০ মার্চ) বিকেলে সচিবালয়ে ২৬ মার্চ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বলেন, বেইলি রোডে আগুন লাগার ঘটনায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে কাউকে গ্রেপ্তার করছে না। ফায়ার সার্ভিসের লিস্ট দেখে গ্রেপ্তার করা হচ্ছে। আগামী ২৫ মার্চ কালরাত্রি এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসে যেকোনো আলোচনা অনুষ্ঠান হতে পারবে তবে সেটা আইনশৃঙ্খলা মেনে। অনুষ্ঠানের আগে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নেয়া লাগবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি ২৬শে মার্চে সঠিক মাপের পতাকা ব্যবহার করার আহ্বান জানান। মন্ত্রী জানান, ২৫ ও ২৬ মার্চ সাভারের আশেপাশের জায়গায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ২৫ শে মার্চ রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট সারাদেশে এক মিনিট ব্ল্যাক আউট থাকবে। মন্ত্রী জানান, ২৫ শে মার্চ এবং ২৬ শে মার্চ উপলক্ষে যারা অনুষ্ঠান করতে চায় তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে সব প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হবে। তাহলে জবাবদিহিতা বাড়বে। আসাদুজ্জামান খান বলেন, রমজানে জিনিসপত্রের দাম কমাতে মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলমান রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। জিনিসপত্রের কৃত্রিম সংকট তৈরি করে কেউ যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে ব্যাপারে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সব প্রতিষ্ঠান মিলে একটি অথরিটি থাকবে, তখন দায় এড়ানোর সুযোগ কমবে।
Discussion about this post