স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম): চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে সারজা থেকে আসা একটি ফ্লাইট থেকে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ মোহাম্মদ শফিউল ইসলাম এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার (২ মার্চ) সকালে তল্লাশি চালিয়ে ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে G9-526 বিমানটি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা যৌথ অভিযানে একটি হাই প্রেশার ওয়াটার পাম্পের ভিতর থেকে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। এ সময় আটক করা হয় মোহাম্মদ শফিউল ইসলাম নামে একযাত্রীকে। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া এলাকায়।
Discussion about this post