ঢাকা: পুলিশ বাহিনীর কোন সদস্যের বিরুদ্ধে মাদক সেবন বা ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগ মিললে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আইজি ব্যাজ প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আইজিপি বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাধারণ মাদকসেবী বা কারবারির থেকেও কঠোর সাজার ব্যবস্থা নেওয়া হবে। এ সময় পুলিশের সেবা প্রদানের মূলকেন্দ্র থানাকে জনগণের আস্থা ও ভরসার স্থানে পরিণত করতে চান বলেও জানান পুলিশ প্রধান। দেশের সম্মানিত নাগরিকগণ যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন সেটি নিশ্চিতের তাগিদ দেন সবাইকে। বাংলাদেশে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই উল্লেখ করে আইজিপি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে ইতোমধ্যেই বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। এছাড়া, নিরীহ ও অসহায়দের যেকোনো সমস্যার সমাধান যাতে থানাতেই সমাধান করে দেওয়া হয় সেই আহ্বান জানান পুলিশ প্রধান।
Discussion about this post