ঢাকা: সিন্ডিকেটের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, সিন্ডিকেটের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শুধু বাংলাদেশ নয় বরং পৃথিবীর কোথাও দ্রব্যমূল্য স্থিতিশীল নয়। বিভিন্ন দেশে চলমান যুদ্ধের কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর দেয়া পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। রমজান মাসে কোনো পণ্যের অভাব হবে না বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, সরকার বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে যা এখন সমন্বয় করা প্রয়োজন। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুতের সুবিধা অব্যাহত রাখতে মূল্য সমন্বয় করতে চায় সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি হতাশায় ডুবে আছে। তাদের নেতাকর্মীরাও হতাশার সাগরে ভাসছে। নির্বাচনে না আসা বিএনপির রাজনৈতিক ভুল এটাও তাদের স্বীকার করতে হবে।
Discussion about this post