ঢাকা: সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে গেলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শুক্রবার সকালে তার বনানীর বাসায় দেখতে যান মঈন খান। এ সময় তিনি আলালের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন। দীর্ঘ ৩ মাস ২৩ দিন পর বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েছেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ল্যাব এইড হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
Discussion about this post