ঢাকা : নির্বাচনে অংশ না নিয়েও বিএনপির বিজয় হয়েছে এটা পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এসব বলেন ওবায়দুল কাদের। এসময় কাদের বলেন, নির্বাচনে অংশ না নিয়েও বিএনপির বিজয় হয়েছে এটা পাগলের প্রলাপ। নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আগে বিএনপির নেতৃত্বে জগাখিচুড়ির যে ঐক্যজোট হয়েছে সে জোট ও জোটের নেতারা কোথায়? পুলিশ হাসপাতালে হামলা ও পুলিশ হত্যার দায়ে বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্তরা জামিন পেয়েছে আদালতের সিদ্ধান্তে এখানে রাজনীতির কোনো প্রভাব নেই। অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা ছাড়া বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা নেই বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Discussion about this post