স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহজাহানপুর থানার মগবাজার এলাকায় ১০ তলার ছাদ থেকে পড়ে মোছাঃ আনোয়ারা বেগম(৪০)bনামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার(১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করে। শাহজাহানপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজিত কুমার শাহ জানান, নিহত মিরপুর ডিবি পুলিশে সহকারী পুলিশ কমিশনার মোঃ তরিকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতো ১৫/১৬ মাস। আজ বেলা ১১:৩০ টার দিকে দশ তলা ছাদে হাটার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, আমরা ওই বাসার সিসি ফুটেজ দেখতে পারি দশতলা ছাদের উপরে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদের রিপোর্ট পেল মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি বি-বাড়িয়া সদর জেলার সৌহার্দ্য গ্রামের কামাল মিয়ার মেয়ে। বর্তমানে মালিবাগের পকেট গেট এলাকার মাধবীলতা নামের ১৭৭/১৭৮ নাম্বার বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল।
Discussion about this post