ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনের জন্য ৫০টি মনোনয়নপত্র জমা পড়েছিল। ৫০টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো রোববার (১৮ ফেব্রুয়ারি)। সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা এদিন বিকেল ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। এই সংসদে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৮টি এবং জাতীয় পার্টি পাবে দুটি আসন। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম ও নুরুন নাহার। এদিন বিকেলে আওয়ামী লীগ ও স্বতন্ত্রের মোট ৪৮টি মনোনয়ন জমা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, বিএনপির আন্দোলনের বস্তুগত পরিস্থিতি আগেও ছিল না এখনও নেই।
Discussion about this post