স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় গুরুতর চোটের শিকার হলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। রক্তক্ষরণ হতে থাকায় দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে তাকে। জানা গেছে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হয়েছে তাকে। মাথা থেকে প্রচুর রক্ত পড়তে দেখা গেছে মুস্তাফিজকে। অন্যান্য দিনের মতোই রোববার (১৮ ফেব্রুয়ারি) অনুশীলন শুরু করেন মুস্তাফিজ। নিজের চিরচেনা ছন্দে বোলিং করছিলেন তিনি। ব্যাটিং করছিলেন লিটন দাস। একটি ডেলিভারির আগে আচমকা পেছনে তাকান তিনি। হুট করেই বলটি এসে মুস্তাফিজের মাথার পেছনে লাগে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মুস্তাফিজ। পরে যাওয়ার পর অনেকক্ষণ প্রাথমিক চিকিৎসা দেয়া হয় মুস্তাফিজকে। যদিও সেবা পেয়ে উঠে দাঁড়াতে পারেননি তিনি। যার কারণে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে।
Discussion about this post