ঢাকা: আওয়ামী লীগ সরকার দেশে দ্বিতীয়বার বাকশাল কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রোববার (১৮ ফেব্রুয়ারি) তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ড. মঈন বলেন, নতুন করে ক্ষমতায় এসে আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করার খেলায় নেমেছে। তিনি বলেন, ৭ জানুয়ারি দেশের মানুষকে আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে তারা। এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। আওয়ামী লীগ স্বাধীনতাকে বিশ্বাস করে না। বাংলাদেশের স্বাধীনতা আওয়ামী লীগের হাতে নিরাপদ নয়। ড. মঈন বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে রয়েছে বিএনপি। জয় ব্যতীত বিএনপির আন্দোলন থামবে না।
Discussion about this post