স্টাফ রিপোর্টার: কদমতলী রায়েরবাগে পারিবারিক কলহের জেরে গলায় ফাস দিয়ে যুবকের আত্মহত্যা রাজধানীর কদমতলীর রায়েরবাগ খানকা শরীফ এলাকায় পারিবারিক কলহের জেরে কাজী ইব্রাহীম (২১) নামের এক যুবক গলায় ফাঁস আত্মহত্যা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা মোঃ সুমন সরকার জানান, আমার ভাগিনা ছয় মাস আগে প্রেম করে বিয়ে করে।তার স্ত্রী গ্রামের বাড়িতে থাকে, পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওরনা পেঁচিয়ে ফাঁস দেয়।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানায়,নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানা এলাকায়। কাজী আহসানুল্লাহর সন্তান। বর্তমানে, কদমতলীর রায়েরবাগ খানকা শরীফ এলাকায় থাকতো।নিহত একটি বেসরকারি প্রতিষ্ঠানের লেবারের কাজ করতো। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার গোপ জানান,আমরা খবর পেয়ে কদমতলীর রায়েরবাগ খানকা শরীফ এলাকার একটি বাসা থেকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে।মরদেহ ঢাকা হাসপাতাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Discussion about this post