ঢাকা: পরবর্তী আন্দোলনের কথা না ভেবে বিএনপির পরবর্তী নির্বাচনের কথা ভাবাই শুভ কর হবেবলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সেন্টমার্টিনসহ ভৌগোলিক সম্পদের দিকে বিশ্ব বাজপাখিদের নজর রয়েছে। তাই বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির সঙ্গেও তাল মিলিয়ে চলতে হচ্ছে। বিএনপির নেতারা কে কী বললেন সেটা নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা নেই উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী আন্দোলনের কথা না ভেবে বিএনপির পরবর্তী নির্বাচনের কথা ভাবাই শুভ কর হবে। এ সময় দেশের ইতিহাসের সংগ্রামে আওয়ামী লীগের বীরত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন ওবায়দুল কাদের। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের বিষয়ে কাদের বলেন, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো দেশের জন্য সম্মানের এবং গর্বের। অতীতে কখনও এটা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন ষড়যন্ত্র ও বাধার মুখে নির্বাচন করেছেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংরক্ষিত নারী আসনে যারা মনোনয়ন পাননি তাদের ধৈর্য ধরতে হবে।
Discussion about this post