স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ সদর বারারিয়া গ্রামে মাদকাসক্ত বাবা কর্তৃক সন্তানকে ডিজেল ঢেলে দিয়ে আগুন দিয়েছে অভিযোগ পাওয়া যায়। দগ্ধ হলেন,মোঃ তুহিন মিয়া (০৯)। বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় প্রতিবেশী উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে। বর্তমানে শেখ হাসিনা জরুরী বিভাগের অবজার্বেশনে রাখা হয়েছে। দগ্ধকে নিয়ে আসা প্রতিবেশী মোঃ সোহেল মিয়া জানান,দগ্ধের বাবা মোহিন মিয়া মাদকাসক্ত সকালের দিকে তাকে জোর করে ডিজেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয় পরে তার চিৎকারে আমরা ছুটে গিয়ে মোহিন মিয়াকে ধরে ফেলি।পরে শিশুকে ব্যবস্থায় দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বায়ান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেয়। তিনি আরো জানান, তুহিনের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর জেলার বারারিয়া গ্রামের মোঃ মোহিন মিয়া সন্তান। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.মো তরিকুল ইসলাম জানান, মানিকগঞ্জ থেকে এক শিশু দগ্ধ হয়ে এসেছে তার শরীরে ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে মুখ,মাথা,কান, হাত ও গলায় দগ্ধ হয়েছে অবস্থা আসংখ্যজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান মানিকগঞ্জ থেকে এক শিশু দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্নে এসেছে। তার শরীরে ১৬শতাংশ বাধ্য হয়েছে, চিকিৎসক জানিয়েছে অবস্থা আসংখ্যজনক। তিনি আরো জানান আমরা জানতে পেরেছি পাষণ্ড পিতা ও শিশুকে ডিজেল ধরে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় শিশুটি বাবাকে এলাকার লোকজন আটক করে থানায় ধরিয়ে দিয়েছে।
Discussion about this post