ঢাকা: বাজারে চাপ কমানোর জন্য অন্য সময়ে টিসিবির পণ্য মাসে একবার দেওয়া হলেও রমজান মাসে দুইবার দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। টিটু বলেন, আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যার অন্যতম হচ্ছে বাজার ব্যবস্থাপনা। বাজার নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয় একসাথে কাজ করছে। এখন থেকে কৃষি পণ্যের উৎপাদন ব্যয় থেকে শুরু করে দাম সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। এ সময় জানুয়ারি মাসে রেকর্ড ৫.৭২ বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি হয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post