আন্তর্জাতিক ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেহবাজ শরীফ। পিটিআই ব্যতীত ছয়টি দলের সাথে মঙ্গলবার রাতে বৈঠকের পর এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ডন। প্রতিবেদনে বলা হয়, এদিন রাতে শেহবাজ দেশের ছয়টি প্রধান দলের (পিটিআই বাদে) প্রথম সারির রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেন। এতে তারা একসাথে সরকার গঠনের ঐক্যমত্যে পৌঁছেছেন। নেতারা এসময় কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কথা জানান। দেশটির টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, শেহবাজ, আসিফ জারদারি, খালিদ মকবুল সিদ্দিকী, সাদিক সানজরানি এবং আলিম খান দেশটির রাজধানীতে চৌধুরী সুজাত হোসেনের বাসভবনে বৈঠক করছেন। কিন্তু এর আগে শেহবাজ বলেছিলেন তিনি নওয়াজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করবেন। এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন নওয়াজ শরিফের মেয়ে এবং দলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। মঙ্গলবার রাতে পিএমএল-এনের তথ্য সম্পাদক মরিয়ম আওরঙ্গজেব তার দলীয় এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করেন।
Discussion about this post