ঢাকা: দ্বাদশ সংসদ নির্বাচন ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে তা ইসির কাছে বিবেচ্য বিষয় নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডি’র অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বড় দল ভোটে অংশ না নিলে নির্বাচন অবৈধ হবে না তবে গ্রহণযোগ্যতা খর্ব হয়। সিইসি বলেন, ক্ষমতাসীন দল উপজেলা পরিষদে দলীয় প্রতীক না সিদ্ধান্ত ভালো। উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলের বাইরে স্থানীয় গুরুত্বপূর্ণ নেতাদের ভোট করার আহ্বান জানান তিনি। পাকিস্তানের সাধারণ নির্বাচনের উদাহরণ টেনে সিইসি বলেন, পাকিস্তান সাড়া জাগানো নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, গণমাধ্যমের ভূমিকা শক্তিশালী হলে রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত হয়।
Discussion about this post