ঢাকা: বিএনপিকে নয়, গণতন্ত্র হত্যা করার জন্য আওয়ামী লীগকে যুগ-যুগ ধরে খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি বলেন, জনরোষ শুরু হলে শ্রীলঙ্কার চাইতে বড় ধরনের ঝুঁকিতে পড়বে ক্ষমতাসীনরা। তিনি বলেন, আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে চায়, জনগণ আর তাদের টিকতে দেবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এদিন প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে বিএনপি। এসময় ফারুক বলেন, বাংলাদেশের মানুষ চায় আর যেন কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন না হয়।
Discussion about this post