ঢাকা: নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, তার খেসারত তাদের দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিনা কারনে কেউ জেল খাটুক, আওয়ামী লীগ সেটা চায় না। বিএনপির নেতাদের বক্তব্য অগ্রহণযোগ্য মন্তব্য করে কাদের বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে বিএনপি আবেদন করলে রাষ্ট্র বিষয়টি দেখবে। তিনি আরও জানান, আওয়ামী লীগের সামনে এখন স্বতন্ত্র দলীয় কোন্দল নিরসন করে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। ওবায়দুল কাদের এসময় আরও বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির কাল হায়ে দাঁড়িয়েছে।
Discussion about this post