আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ে জোড়া বোমা হামলায় ২৪ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। বুধবারের (৭ ফেব্রুয়ারি) এই হামলার ফলে নির্বাচনের আগ মুহূর্তে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বেলুচিস্তান প্রদেশের তথ্যমন্ত্রী জানান, প্রথম হামলাটি পিশিন জেলায় একজন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ঘটে, যার ফলে ১৪ জন মারা যান। দ্বিতীয় হামলাটি আফগানিস্তান সীমান্তের কাছাকাছি কিল্লা সাইফুল্লাহ শহরে জমিয়তে উলামা ইসলাম দলের একটি নির্বাচনী কার্যালয়ে ঘটে, যার ফলে আরও ১০ জন নিহত হন। হামলার পেছনে কে বা কারা দায়ী তা এখনও উদ্ঘাটন করতে পারে নি পাকিস্তান সরকার। এক বিবৃতিতে নির্বাচন কমিশনের একজন মুখপাত্র জানান, নির্বাচন কমিশন বেলুচিস্তানের পুলিশ মহাপরিদর্শকের কাছ থেকে হামলার বিস্তারিত জানতে চেয়েছে এবং হামলায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।
Discussion about this post