আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। তিনি ঠিক কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করা হয়নি। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বাকিংহ্যাম প্যালেস। বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, সোমবার থেকেই রাজা তৃতীয় চার্লসের চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি সব ধরনের পাবলিক ইভেন্টে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন। বিবৃতিতে বলা হয়, রাজা তৃতীয় চার্লস তার চিকিৎসার বিষয়ে খুবই ইতিবাচক। খুব দ্রুতই আবার তিনি নিজের স্বাভাবিক দায়িত্বে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। তার জায়গায় এখন রাজ দায়িত্ব পালন করবেন রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা।
Discussion about this post